fbpx

সংঘর্ষ আর বর্জনের মধ্যে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নানা সংঘাত, বিক্ষিপ্ত সংঘর্ষ, ভোট বর্জন, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, এমন অভিযোগের মধ্যেই শেষ হলো চতুর্থ ধাপের ৩৪টি জেলার ৫৫টি পৌরসভার ভোটগ্রহণ।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে টানা বিকেল চারটা পর্যন্ত। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা।

এবার ইভিএমে ভোট নেয়া হয়েছে ২৫টি পৌরসভায়। অন্যান্য পৌরসভাগুলোতে ভোট হয়েছে ব্যালট পেপারের মাধ্যমে।

প্রথম ধাপগুলোর ভোটের সময় সংঘর্ষের ঘটনা ঘটায় এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু, তারপরও বেশকিছু এলাকায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। এরইমধ্যে, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, টাঙ্গাইলসহ বেশকিছু স্থানের ভোটকেন্দ্রগুলোতে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত, বেশ ক’জন আহত, ভোট বর্জনসহ বিক্ষিপ্ত নানা ঘটনা ঘটলেও পৌর ভোটে নির্বাচন ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন।

এর আগে, ২৮ ডিসেম্বর, ১৬ জানুয়ারি ও ৩০ জানুয়ারি পরপর তিন ধাপের ভোট শেষ হয়েছে। রবিবার চতুর্থ ধাপের পর পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply