fbpx

সংসদের জন্য ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার বাজেট অনুমোদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২০২১-২২ অর্থবছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। রবিবার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, গত বছরের তুলনায় এবারের বাজেট ৭ দশমিক ১২ শতাংশ বেড়েছে। এছাড়া কমিশন সভায় ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। ২০২২-২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

এই বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আর বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক, সংসদ বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

Advertisement
Share.

Leave A Reply