fbpx

সকল রেকর্ড ভেঙেছে সোনার দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে দেশের বাজারে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ৮৪ হাজার ৩৩১ টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন করে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮৩ টাকা দাম বাড়ানোতে স্বর্ণের দামের এই রেকর্ড তৈরি হয়েছে।

জুয়েলার্স সমিতি শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম রোববার ৭ আগস্ট থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আরও জানায়, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সোনার মূল্য ভরিপ্রতি ১ হাজার ৪৯ টাকা বৃদ্ধি করেছিল তারা। তার আগে গত ২২ মে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা এত দিন ইতিহাসের সর্বোচ্চ দাম ছিল।

এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৬ হাজার ৯৭৯ টাকা। তবে রুপার দাম বাড়ায়নি জুয়েলার্স সমিতি।

Advertisement
Share.

Leave A Reply