fbpx

সঞ্জীব চৌধুরী, ক্ষণজন্মা এক নক্ষত্র!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্ষণজন্মা সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। আজ তার চলে যাওয়ার ১৩ বছর পূর্ণ হলো।

সঞ্জীব চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও  স্নাতকোত্তর সম্পন্ন করেন। আশির দশকে সাংবাদিকতা শুরু করেন তিনি। আজকের কাগজ, ভোরের কাগজ, যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি প্রথমদিকে ‘শঙ্খচিল’ নামের একটি সংগীতদলের সাথে যুক্ত  ছিলেন। এরপর ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’।

সঞ্জীব চৌধুরীর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে- ‘বায়স্কোপ’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘আমি তোমাকে বলে দিব’, ‘রিকশা’, ‘কথা বলবো না’, ‘সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে’, ‘চোখ’, ‘তখন ছিল ভীষণ অন্ধকার’, ‘আহ ইয়াসমিন’ প্রভৃতি।
এছাড়াও তার কন্ঠে বাউল শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘কোন মেস্তরি বানাইয়াছে নাও’ গান দুটিও বেশ প্রশংসিত হয়।

১৯৬৪ সালে, ২৫ ডিসেম্বর বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব।

সঞ্জীব চৌধুরীকে নিয়ে আরও জানতে নিচের লিংকে ক্লিক করুন-

https://www.facebook.com/eveningshow.bbs/videos/195547109414196

Advertisement
Share.

Leave A Reply