fbpx

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাইমন্ডস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।

রবিবার অস্ট্রেলিয়ার টাউন্সভিলের ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়েন সাইমন্ডস। অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ দিকে যাওয়ার সময় তাঁর গাড়িটি উল্টে যায়। আনুমানিক রাত ১১টার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।

১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক আ্যন্ড্রু সাইমন্ডসের, খেলেছেন ২০০৯ সাল পর্যন্ত। ১৯৮টি ওয়ানডে খেলে করেন ৫০৮৮ রানে, গড় ছিল ৪০ এবং স্ট্রাইক রেট ৯২! বল হাতেও নিয়েছেন ১৩৩ উইকেট।

অপরদিকে, ২৬টি টেস্ট খেলে ৪১ গড়ে দুটি সেঞ্চুরিতে করেছেন ১৪৬২ রান। বল হাতে নিয়েছেন ২৪টি উইকেট। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৪টি ম্যাচ, ১৬৯ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৭ রান।

মাত্র ২ মাস আগে অস্ট্রেলিয়া হারিয়েছে তাদের আরও ২ কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শ ও শেন ওয়ার্নকে। সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মার্শের মৃত্যুর রেশ না কাটতেই অনেকটা আকস্মিকভাবে থাইল্যান্ডের এক রিসোর্টে মারা যান ওয়ার্ন। ওয়ার্নের মৃত্যু নাড়িয়ে দেয় পুরো ক্রিকেট বিশ্বকে। সেই শোকের মাঝেই দেশটি হারালো তাদের ক্রিকেট ইতিহাসে বিজয়ের আরো এক বড় নায়ককে।

Advertisement
Share.

Leave A Reply