fbpx

সন্তানকে দু’সপ্তাহ বুকের দুধ খাওয়াতে পারেননি কারিনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘কারিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশিত হয়েছে ৯ আগস্ট। এরপর থেকেই কারিনা কাপুরের দুই সন্তান তৈমুর এবং জেহ’র জন্ম সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম কারিনার বই থেকে একটি অংশ তুলে ধরেছে, সেখান থেকেই জানা গিয়েছে, জন্মের পর দুই সপ্তাহ কারিনা বুকের দুধ পান করাতে পারেননি তৈমুরকে।

দ্বিতীয় সন্তান জেহ’র জন্মের আগে বেশি শারীরিক যন্ত্রণা পেয়েছেন কারিনা। কোথাও বসতে পারতেন না। বসে পড়লে উঠতে পারতেন না। শরীরে সারাক্ষণ অস্বস্তি থাকত।

সন্তানকে দু’সপ্তাহ বুকের দুধ খাওয়াতে পারেননি কারিনা

নিজের লেখা বই হাতে কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম

তবে, তৈমুরের জন্মের পর বাচ্চাকে দুধ পান করানো নিয়ে সমস্যায় পড়তে হয়েছে সাইফ পত্নীকে।

গর্ভাবস্থায় তৈমুর পরিকল্পনামাফিক নড়াচড়া করেনি। তাই আচমকা সিজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তৈমুরের জন্মের পর টানা দুই সপ্তাহ পুত্রকে দুধপান করাতে পারেননি কারিনা। কারণ, বুকে দুধ আসেনি সেসময়। মা ববিতা এবং স্বাস্থ্যকর্মী ২৪ ঘণ্টা তার পাশে বসে প্রাকৃতিক উপায়ে বিভিন্নভাবে বুকে দুধ উৎপন্ন করার চেষ্টা করতেন। কিন্তু ১৪ দিন পর্যন্ত তাতে কোনও লাভ হয়নি। তারপর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়।

Advertisement
Share.

Leave A Reply