fbpx

সপ্তাহের শেষে আবার বৃষ্টি হতে পারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবহাওয়া অধিদপ্তর চলতি সপ্তাহের শেষদিকে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আগামী মঙ্গল, বুধবার ঢাকাসহ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলছে দপ্তর।

আজ রোববার অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অবশ্য বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ছিল সীতাকুণ্ডে।

Advertisement
Share.

Leave A Reply