fbpx

সপ্তাহ না ঘুরতেই বাড়ল স্বর্ণের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বব্যাপী ডলারের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। ডলারের সাথে সামঞ্জস্য রেখে তাই স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ২৬৫ টাকা। ফলে প্রতি ভরি দাম বাড়ল ১ হাজার ৭৫০ টাকা।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা। বুধবার থেকে নতুন দর কার্য‌কর হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত ১১ মে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৬ টাকা নির্ধারণ করে জুয়েলার্স সমিতি।

মঙ্গলবার বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বুধবার থেকে এই নতুন দর কার্য‌কর হবে।

Advertisement
Share.

Leave A Reply