fbpx

সবচেয়ে আকর্ষণীয় ওয়ালপেপার নিয়ে আসছে ‘উইন্ডোজ ১১’  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি মাইক্রোসফটের পরবর্তী অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১১’-এর বেশ কিছু ফিচার ফাঁস হয়েছে। যেখানে এর নতুন ইউজার ইন্টারফেসসহ এই উইন্ডোজ নিয়ে মাইক্রোসফটের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কিছু আঁচ করা গেছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ এমনটিই জানিয়েছে।

নতুন ফাঁস হওয়া ফিচারের মধ্যে উইন্ডোজ-১১-এর সম্ভাব্য ডিফল্ট ওয়ালপেপারের ছবি দেখা গেছে। এক দেখায়, এটিকে এখন পর্যন্ত উইন্ডোজের সবচেয়ে সুন্দর ওয়ালপেপার হিসেবে বিবেচনা করা যায়।

সবচেয়ে আকর্ষণীয় ওয়ালপেপার নিয়ে আসছে ‘উইন্ডোজ ১১’  

ছবি: সংগৃহীত

দেখা গেছে, উইন্ডোজ-১১-এর ওয়ালপেপার দেখতে অনেকটা ভাঁজ করা একগুচ্ছ কাপড়ের মতো। এটি আবার লাইট এবং ডার্ক মোডের জন্যও পাওয়া যাবে। উইন্ডোজ-১০-এর ডিফল্ট ওয়ালপেপার ছিল উইন্ডোজের লোগো। আর উইন্ডোজ এইটে ছিল দুটি ডেইজি ফুল।

সবচেয়ে আকর্ষণীয় ওয়ালপেপার নিয়ে আসছে ‘উইন্ডোজ ১১’  

ছবি: সংগৃহীত

নতুন এই উইন্ডোজ-এর সঙ্গে কিছু ওয়ালপেপারের ছবিও ফাঁস হয়েছে। সেগুলোকে ‘ক্যাপচার্ড মোশন’, ‘ফ্লো’, ‘গ্লো’ এবং ‘সানরাইজ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

সবচেয়ে আকর্ষণীয় ওয়ালপেপার নিয়ে আসছে ‘উইন্ডোজ ১১’  

ছবি: সংগৃহীত

তবে শেষ পর্যন্ত এই ওয়ালপেপারগুলো উইন্ডোজ ইলেভেনের চূড়ান্ত সংস্করণে থাকবে কি না, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, এর আগে মাইক্রোসফট উইন্ডোজ-১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দেয়। তারা জানায়, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। শুধু তাই নয়, এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না বলেও ঘোষণা দিয়েছে মার্কিনী এই টেক জায়ান্ট।

আর আগামী ২৪ জুন মাইক্রোসফটের উইন্ডোজ ১১ বাজারে আনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply