fbpx

সবুজের চিহ্নমাত্র নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আলীমুল রাজিব বেড়ে উঠেছেন ঢাকার মিরপুরে। তার প্রথম স্কুল ছিল মিরপুর দুই নং সেকশনের চম্পা-পারুল প্রাথমিক বিদ্যালয়। এরপর এসএসসি পাস করেন মিরপুর বাংলা স্কুল থেকে। বিবিআইসি কলেজ থেকে এইচএসসি পাসের পর সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। আলীমুল রাজিব ২০১০ সালে উচ্চ শিক্ষার্থে সুইডেন পাড়ি জমান। এখন উদ্যোক্তা হিসেবে একটি স্টার্ট আপ প্রতিষ্ঠানের সিইও’র দায়িত্বরত। অল্প কথায় তিনি বিবিএস বাংলা’কে জানালেন ইউরোপের হিমের ধরণ।

আপনি যদি গ্রীষ্মকালে সুইডেন আসেন, আপনার জন্য একটি অপরূপ সবুজ একটি দেশ অপেক্ষা করবে। আপনি তখন সবুজের কথা ভাববেন। মুগ্ধতা নিয়ে চারপাশ দেখবেন। ভাববেন কি একটি দেশ!

এসব ভাবতে ভাবতেই শরৎকাল চলে আসবে। শরৎ শেষেই আসবে শীত। হিমের তীব্রতা টের পাবেন তখন। সবুজের চিহ্নমাত্র নেই। মনে হবে প্রকৃতি যেন শাদা চাদরে মোড়া।

শীতকাল আর তুষারপাত, এই হচ্ছে ইউরোপের প্রকৃতির আরেক রূপ। তেমনি সাজে এখন সুইডেনের উমিও শহরের মেরিহেম।

সবুজের চিহ্নমাত্র নেই

মনে হবে প্রকৃতি যেন শাদা চাদরে মোড়া। ছবি : আলীমুল রাজিব

আমরা আষাঢ়, শ্রাবণের বৃষ্টি দেখে মুগ্ধ হই। এর সঙ্গে আমরা পরিচিত। আর ইউরোপিয়ানরা মুগ্ধ হয় তুষারপাত দেখে। প্রকৃতি শাদা রঙে সেজে সত্যিই উদযাপনের এক আলাদা মুগ্ধতা তৈরি করে। এ সময়ের সুইডেন এমনই।

Advertisement
Share.

Leave A Reply