fbpx

‘সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

২৯ মার্চ সোমবার দেশের একটি জাতীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় জণসাধারনের জন্য আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে একটি বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলোও এর অন্তর্ভুক্ত থাকবে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে আগামী ২৪ মে।

 

Advertisement
Share.

Leave A Reply