fbpx

সব মামলায় জামিনের মেয়াদ বাড়ল আরও এক দফা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশের চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তবর্তীকালীন আদেশের কার্যকারিতার মেয়াদ আরও এক দফা বাড়ানো হলো। এক মাসের এই মেয়াদ বাড়িয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামিকে যেসব মামলায় নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে অথবা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে, সেসব মামলার জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা আগামী এক মাস পর্যন্ত বর্ধিত বলে গণ্য করা হবে।

এর আগে এই বছরই বিধিনিষেধের মধ্যে আরও পাঁচ দফায় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে সব আসামির জামিনের মেয়াদ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

Advertisement
Share.

Leave A Reply