fbpx

সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টি হতে পারে শুক্রবার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে, এটি আরও ঘণীভূত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন বিবিএস বাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিম্নচাপটি বাংলাদেশের উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার দূরে ভারতের উপকূলের কাছে অবস্থান করছে বলে আমরা রেকর্ড করেছি। এর ফলে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবার আশঙ্কা নেই বললেই চলে। যেহেতু এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে তাই বাংলাদেশের উপকূলে এটির তেমন কোন প্রভাব থাকবে না বলে আমরা আশা করছি।’

বৃষ্টির আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বঙ্গোপসাগর এখন উত্তাল থাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে। সে কারণে স্বাভাবিকের তুলনায় কিছুটা গরম অনুভূত হচ্ছে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে শুক্র বা শনিবার সারাদেশের কোথাও কোথাও হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে গরম ভাবটা চলে যাবে এবং শীতের মাত্রাটা আরও বাড়বে।’

নিম্নচাপের কারণে অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকবে এবং সারাদেশের আবহাওয়া থাকবে শুষ্ক। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে।

Advertisement
Share.

Leave A Reply