fbpx

সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্যাসিনোকাণ্ডের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

একইসাথে তাকে আগামী সাত দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ১৮ মে (বুধবার) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় সম্রাটকে জামিন দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। ওই সময় তার আইনজীবী জানিয়েছিলেন, এই জামিনের পর সম্রাটের মুক্তিতে বাধা নেই।

আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।

পরে খুরশিদ আলম খান জানান, আজ দুর্নীতির মামলায় সম্রাটের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। আইন অনুযায়ী মেডিক্যাল রিপোর্ট তলব করে আদালত পরে সম্রাটের আবেদন নিষ্পত্তি করতে পারেন বলেও জানান তিনি ।

Advertisement
Share.

Leave A Reply