fbpx

সময়সীমা বাড়ানো হলো আয়কর রিটার্ন দাখিলের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে গতবারের মতো এবারও সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ নিধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ পরিচালক সৈয়দ এম এ মুমেন এ তথ্য নিশ্চিত করেন।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

জানা গেছে, এবার করোনা পরিস্থিতির কারণে বহু করদাতার আয় কমেছে। ফলে, নির্ধারিত সময় শেষের দিকেও তারা রিটার্ন দিতে আগ্রহ দেখায়নি। তাদের জন্য এই সুযোগ করে দিতে আজ এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এর আগে, দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর পক্ষ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল। তবে ২৮ নভেম্বর এনবিআর জানিয়েছিল, কোনোভাবেই এই সময় আর বাড়ানো হবে না।

এনবিআর থেকে জানা যায়, বর্তমানে ৬৭ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। প্রতিবছর গড়ে ২৫ লাখ করদাতা রিটার্ন জমা দেন।

Advertisement
Share.

Leave A Reply