fbpx

সরকারি খরচে হবে আমিরাতগামী প্রবাসীদের করোনা পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য যে ফি লাগবে, সেই এক হাজার ৬০০ টাকা পরিশোধ করবে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ আজ এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২ অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ তথ্য দেন।

তিনি এ সময় বলেন, ‘দেশের রেমিটেন্স যোদ্ধা হলো প্রবাসী কর্মীরা। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনেক বেশি। আর তাই সরকারও তাদের কল্যাণ নিশ্চিতে তৎপর। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার ফি মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে’।

এ সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর এতে সভাপতিত্ব করেন।

Advertisement
Share.

Leave A Reply