fbpx

সরকারের চাপে জোট ছেড়েছে খেলাফত মজলিস: মির্জা ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্ষমতাসীন দলের চাপেই খেলাফত মজলিস বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে খেলাফত মজলিস জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘সরকারের চাপেই তারা জোট ছেড়েছে। আমরা মনে করি, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে, এটা তারই অংশ।’

‘জোট রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়েছে,’ খেলাফত মজলিসের এমন অভিযোগের পাল্টা জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তারা (খেলাফত মজলিস) তো জোটের অংশ। তাহলে তারা কেন কাজ করেনি। জোটে আমরাও (বিএনপি) একটি পার্টি, তারাও একটি পার্টি। এখানে সবারই কাজ করার অধিকার রয়েছে। নিষ্ক্রিয়তার কারণে তারা জোট ছাড়ছে, এটি কোনো কারণ হতে পারে না।‘

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ জানুয়ারি বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট নিয়ে চারদলীয় জোট গঠিত হয়। পরবর্তীতে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলামসহ ২০ টি রাজনৈতিক দল জোটে যুক্ত হয়। বর্তমানে জামায়াত ছাড়া আর কোনো দল নেই বিএনপি নেতৃত্বাধীন জোটে।

Advertisement
Share.

Leave A Reply