fbpx

সরকারের ‘দুর্নীতি’ তদন্তে দুদকে বিএনপির চিঠি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। ক্ষমতাসীন দল ও সরকার দুর্নীতি করছে’ এমন দাবি তুলে আজ  (১১ এপ্রিল) দুপুরে (দুদকে) চিঠি দেয় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে প্রতিনিধি দলটি।

আর আগে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমান দুর্নীতির একটা মহোৎসব চলছে।  সাংবাদিকদের তিনি বলেন, আপনারা এখন সাহস করে অনেক কিছু লিখছেন, যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা দুর্নীতির বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছি। প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ও আইনমন্ত্রীর টেলিফোন কনভারসেশন যেটা আলোড়ন সৃষ্টি করেছিল। সেই কনভারসেশনে যে বিষয়গুলো ছিল সেটা আমরা জানতে চেয়েছিলাম, এর তদন্ত হয়েছে কিনা তাও জানতে চেয়েছিলাম। ফরিদপুরের অত্যন্ত সেনসিটিভ একটি পরিবার, সেই পরিবারের এক সদস্যের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ এবং তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।

Advertisement
Share.

Leave A Reply