fbpx

সর্বোচ্চ শনাক্তের পর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভারতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একদিনে সর্বোচ্চ শনাক্ত দেখার পরের দিনই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখলো ভারত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের। এ নিয়ে টানা চারদিন করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজারের বেশি থাকছে।

এর আগে শনিবার একদিনে শনাক্ত করা হয়েছিল চার লাখেরও বেশি রোগী। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বলে জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, রবিবার করোনাভাইরাসে ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন নতুন রোগী শনাক্ত করা গেছে। এনিয়ে দেশটিকে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখেরও বেশি।

শনাক্ত রোগীর সংখ্যার দ্বিতীয় স্থানে আছে ভারত আর শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তৃতীয় স্থানে ব্রাজিল ও চতুর্থ সর্বোচ্চ শনাক্তের অবস্থান করছে জনবহুল দেশ মেক্সিকো।

একদিকে ভারতের হাসপাতালগুলিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীর চাপ দিন দিন বেড়েই চলছে। সংকট দেখা দিয়েছে শয্যা ও অক্সিজেনের। অন্যদিকে শ্মশানগুলোতে চাপ সামাল দিতে না পারায় অস্থায়ী চিতা তৈরি বিভিন্ন জায়গায় দাহ করা হচ্ছে মরদেহ।

Advertisement
Share.

Leave A Reply