fbpx

সস্তা কিন্তু স্বাস্থ্যকর ৪ খাবার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাস্থ্যকর খাবারের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের পক্ষে একটু ভালো খাবারের ব্যয় বহন করা দুঃসাধ্য। নিম্নমধ্যবিত্ত তো বটেই, মধ্যবিত্তদেরও এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ে মাঝে মাঝে।

শরীরের জন্য উপকারী এমন কিছু খাবার হয়তো সত্যিই তুলনামূলক ভাবে দামি। কিন্তু সব নয়। এমন অনেক খাবার রয়েছে যেগুলি অত্যন্ত স্বাস্থ্যকর। আবার দামও সাধ্যের মধ্যে।

কলা

কলাতে আছে পটাশিয়াম, ফাইবার, ক্যালশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ফোলেট এবং আরও অন্যান্য উপকারী উপাদান। এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি ফল। কলা হৃদ্‌যন্ত্র ভাল রাখতে সাহায্য করে। শারীরিক দুর্বলতা কাটাতে কলা দারুণ কার্যকর। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও ভালো দেয় কলা।

ছোলা

মাংস বা সামুদ্রিক মাছের আদর্শ বিকল্প হল ছোলা। প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ সমৃদ্ধ ছোলা ওজন নিয়ন্ত্রণে, হজমের উন্নতি করতে এবং শরীরে ভিতর থেকে শক্তি জোগাতে দারুণ কাজ করে ছোলা।

পালংশাক  

শরীর সুস্থ রাখতে পালংশাক অদ্বিতীয়। ‘ভিটামিন কে’ সমৃদ্ধ পালংশাক হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদ্‌রোগ ও ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে পালংশাক।

মুগ ডাল

মুগডাল পুষ্টির অন্যতম একটি উৎস। ফাইবার, প্রোটিন, একেবারে অল্প ক্যালোরি সমৃদ্ধ মুগডাল পেশি দৃঢ় করে, শরীরে শক্তি জোগায়।

Advertisement
Share.

Leave A Reply