fbpx

সাঈদ খোকনের এক মামলার আবেদন খারিজ, অন্যটি প্রত্যাহার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা দু’টি মানহানির মামলা খারিজ ও প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ আদেশ দেন।

কাজী আনিসুর রহমানের আবেদন খারিজ করেন সিএমএম আদালত। সে সময় আনিসুর রহমান আদালতে হাজির ছিলেন। একই সঙ্গে মামলা আমলে নেওয়ার মতো উপাদান না থাকায় তা খারিজ করেন আদালত।

এদিকে আরেকটি মামলার বাদী অ্যাডভোকেট সারওয়ার আলম তার মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা মঞ্জুর করেন।

গেল ১১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দু’টি দায়ের করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান এবং অপর মামলার বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।

পরে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস সাঈদ খোকনের বিরুদ্ধে করা দু’টি মামলা প্রত্যাহারের আহ্বান জানান। সাকরাইন উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

 

Advertisement
Share.

Leave A Reply