fbpx

সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে জীবনের ছবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া এর উদ্যোগে কোলকাতার নন্দনে শুরু হলো ৪ দিনব্যাপী সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।

উৎসবে দক্ষিণ এশিয়ার দেশ থেকে অংশগ্রহণ করে ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ হতে কিছু সিনেমা প্রদর্শনী ও প্রতিযোগিতা ক্যাটাগরিতে সিলেকশন পেয়েছে, যার মধ্যে অন্যতম ভারতের শিল্পী নচিকেতা চক্রবর্তীর ‘একদিন ঝড় থেমে যাবে’ গানে অনুপ্রাণিত হয়ে নির্মিত জীবন শাহাদাৎ এর পরিচালনায় চলচ্চিত্র ‘ছাদবাগান’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন উদয় হাকিম।

উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রগুলো ভালো সাড়া পেয়েছে।

নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, ‘একমাত্র চলচ্চিত্রই পারে যুদ্ধাংদেহী মনোভাব দূর করে পৃথিবীতে শান্তির বার্তা আনতে, আর এই চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার ভাতৃত্ববোধ আরও মজবুত করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি চলচ্চিত্র উৎসবের আয়োজক, সম্মানিত জুরি, অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

Advertisement
Share.

Leave A Reply