fbpx

সাকিবের সেরা একাদশে ‘সাকিব’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের একাদশে সবচেয়ে বেশি তিনজন ক্রিকেটার আছেন ভারতের। নিজের একাদশে নিজেকেও রেখেছেন সাকিব। অধিনায়ক হিসেবে রেখেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে।

সাকিবের একাদশে ইনিংস উদ্বোধন করবেন দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দুই কিংবদন্তি ব্যাটসম্যান, ভারতের শচীন টেন্ডুলকার এবং পাকিস্তানের সাঈদ আনোয়ার। ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা রান সংগ্রাহক ‘ক্রিকেট ইশ্বর’ খ্যাত ভারতীয় সাবেক ব্যাটসম্যানের জায়গা পাওয়া অনুমিতই ছিল। আর টপ অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সাকিব রেখেছেন সাইদ আনোয়ারকে, মাঝে মাঝেই সাঈদ আনোয়ারের প্রতি মুগ্ধতার কথা খোলাশা করতে শোনা যায় মিস্টার অলরাউন্ডারকে।

সাকিবের সেরা একাদশে ‘সাকিব’

ছবি: সংগৃহীত

দুই ওপেনারের পর তিন নম্বর এবং চার নম্বর পজিশনে থাকবেন ক্রিস গেইল এবং ভিরাট কোহলি। ওপেনার হলেও ম্যাচ উইনিং অ্যাবিলিটি বিবেচনায় এনে গেইলকে তিন নম্বরে রাখতে চান সাকিব। রানমেশিন কোহলি থাকবেন চারে, যদিও তিনি তিন নম্বরেই হয়তো বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাঁচ নম্বরের সাউথ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

ছয় নম্বরে ব্যাটিং করবেন সাকিবের দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। অধিনায়ক হিসেবে ধোনী সর্বকালের সেরাদের একজন। এছাড়া তার আক্রমণাত্মক ব্যাটিং তো নজরকাড়া। সাকিব থাকবেন সাত নম্বরে। মূলত একাদশে তিনি একজন ফিনিশার হিসেবেই দায়িত্ব পালন করবেন।

সাকিবের সেরা একাদশে ‘সাকিব’

ছবি: সংগৃহীত

সাকিবের একাদশে আছে দুই স্পিনার। তাদের সর্বকালের সেরা স্পিনার বলা হলেও ভুল বলা হবে না। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। সাকিবের দলের বাকি দুই সদস্য, দু’জনই পেসার। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার সঙ্গী পাকিস্তানি ওয়াসিম আকরাম।

সাকিবের সেরা একাদশ: শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, ভিরাট কোহলি, জ্যাক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনী, সাকিব আল হাসান, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা।

Advertisement
Share.

Leave A Reply