fbpx

সাত কলেজের পরীক্ষা চলবে সিদ্ধান্তে রাস্তা ছাড়লেন শিক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ঘোষিত পরীক্ষা চলমান থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সিদ্ধান্তের পরই রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান নেয়া শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে এসেছেন।

২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সাত কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সাথে শিক্ষামন্ত্রী দীপুর মনি অনলাইন বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন। তবে এ সময় আবাসিক ছাত্রাবাস খোলা হবেনা বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেতসহ কয়েকটি সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ কারণে নিউমার্কেট ও আজিমপুর সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজের চলমান সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে। পরে তার প্রতিবাদে রাস্তায় নামে কয়েকশো শিক্ষার্থী। বুধবার বিকেলে পরীক্ষা চলমান রাখার দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলে, শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে রাস্তা ছেড়ে দেন। তাতে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement
Share.

Leave A Reply