fbpx

সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই আবেদনকারী শিক্ষার্থীরা এই লিংকে থেকে  প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামী ৩০ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৫ নভেম্বর বাণিজ্য ইউনিট এবং ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শেষের সাত দিনের মধ্যের ঢাবির ভর্তি ওয়েবসাইটে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার ফল এই লিংকে প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এরপর নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে কলেজ ও বিষয় পছন্দকরণ ফরম পূরণ করতে হবে। পরে শিক্ষার্থীর পছন্দ এবং ভর্তি পরীক্ষার মেধাক্রম ও ভর্তির যোগ্যতা অনুসারে বিভাগ বণ্টনের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীর ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র সংশ্লিষ্ট কলেজে জমা রাখা হবে।

এই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

Advertisement
Share.

Leave A Reply