fbpx

‘সাদা সাদা কালা কালা’ আমার সেরা গান নয়: হাশিম মাহমুদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ৫ আগস্ট ‘সাদা সাদা কালা কালা’ খ্যাত গীতিকার, সুরকার হাশিম মাহমুদ উপস্থিত থাকবেন পরিবারসহ, দেখবেন ‘হাওয়া’ সিনেমাটি…এই খবর সাংবাদিকদের কাছে আগেই পৌঁছে গিয়েছিলো। সবাই বেশ আগে থেকেই অপেক্ষা করছিলেন তার জন্য। অবশেষে তিনি সিনেমা দেখে বের হলেন, হেঁটে এলেন ধীর পায়ে…

কথা বলছিলেন বেশ ধীরে। এত এত গান লিখেছেন, অথচ ‘সাদা সাদা কালা কালা’ গান দিয়ে পৌঁছে গেছেন বাংলাদেশের কোনায় কোনায়… অনেকে গানটিকে সেরা বললেও তিনি সেটা মানতে নারাজ।

হাশিম মাহমুদ বলেন, এটা আমার সেরা গান নয়। আর এভাবে ভেবেও দেখিনি কখনও যে এটা সেরা কি-না।

একেকজন নিজের মত করে গানটির অর্থ খুঁজতে ব্যস্ত…কিন্তু গানের স্রষ্টার কাছে এই গানের অন্তর্নিহিত অর্থ কী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আসলে কবিতা লিখতাম। একটা সময় পর মনে হলো এবার গান লিখি। সেখান থেকেই এটি লেখা। আমার অনেক গানেই কালা শব্দটি ব্যবহার করেছি। আর কালা পাখি বলতে আমি ধু ধু মাঠ দেখি। আমি তো কোনো পানি দেখি না।‘

তিনি আরও বলেন, আমি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি কাজী নজরুল ইসলাম, আবার আমি শামসুর রাহমান। সবাইকে আমি ধারণ করি।’

‘হাওয়া’ সিনেমা মুক্তির পর থেকেই চারদিকে জয়জয়কার। তবে এ কথাও অনেকেই বলছেন, ‘সাদা সাদা কালা কালা’ গানটি সিনেমার প্রচারণায় অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। আর সেটার পুরো কৃতিত্ব তো গানের স্রষ্টা হাশিম মাহমুদেরই।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/547818010472546

Advertisement
Share.

Leave A Reply