fbpx

সাভারের চামড়া শিল্পনগরী বন্ধের সুপারিশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করায় সাভারের চামড়া শিল্পনগরী বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ সুপারিশ আসে। বৈঠক থেকে জানানো হয়, কয়েক দিনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) এ বিষয়ে চিঠি পাঠানো হবে। সংসদীয় কমিটি বলছে, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিলে তারপর ট্যানারিগুলো চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সংসদীয় কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানানো হয়েছে, সাভারের চামড়া শিল্পনগরীতে দৈনিক বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা ২৫ হাজার ঘনমিটার। অথচ সেখানে এখন রোজ ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়। অর্থাৎ দৈনিক ১৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিবেশে মিশছে। সব মিলিয়ে গত তিন বছরে ১ কোটি ৬৪ লাখ ঘনমিটার বর্জ্য ব্যবস্থাপনার বাইরে থেকে গেছে, যা পরিবেশকে দূষিত করেছে।

এছাড়া ট্যানারি পরিচালনার জন্য প্রতি বছর যে পরিবেশ ছাড়পত্র নিতে হয় তা নবায়ন না করতেও সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি।

Advertisement
Share.

Leave A Reply