fbpx

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শিল্পীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুগ যুগ ধরে বাংলাদেশের যেকোন সংগ্রাম, প্রতিবাদের স্বাক্ষর থেকে গেছে ঢাকার শাহবাগে। বাংলাদেশের বহু গণ জমায়েতের সাক্ষী শাহবাগ।

অসম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক চিন্তাকে রুখে দিতে আবারও একবার দেশের মানুষ আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৫ টায় জমায়েত হচ্ছে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও সেখানে থাকবেন। শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিকরা অসম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করে শ্ত্রুকে রুখে দিতে বদ্ধ পরিকর।

হিন্দু-মুসলিম এদেশে মিলেমিশে, পাশাপাশি থেকেছে সবসময়। স্বাধীনতার এত বছর পর এদেশে ধর্মকে কেন্দ্র করে অসাধু তৎপরতাকে রুখে দিতেই এই প্রতিবাদ। ‘জাগো মানুষ, রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস’- এই শিরোনাম তাদের মূল মন্ত্র।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিস’ বিভাগের পক্ষ থেকে থাকছে একটি প্রতিবাদী নাট্য পরিবেশনা।

Advertisement
Share.

Leave A Reply