fbpx

সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও সনাতন ধর্মালম্বীদের বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাহ মোড় অবরোধ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। অবস্থানের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

১৮ অক্টোবর (সোমবার) সকাল ১০ টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয় প্রতিবাদী শিক্ষার্থীরা।

সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা এবং সনাতন ধর্মালম্বীদের নিয়ে আলাদা মন্ত্রণালয় করারও দাবিও জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই এ ধরনের  স্লোগান দিতে থাকে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

Advertisement
Share.

Leave A Reply