fbpx

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর লকডাউন হতে পারে: কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৯ এপ্রিল শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংএ তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘ দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।

এসময় দেশে চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলেও মনে করেন না ওবায়দুল কাদের।

গত ৫ এপ্রিল থেকে দেশে এক সপ্তাহের জন্য চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা ১১ এপ্রিল রাতে শেষ হবে।

Advertisement
Share.

Leave A Reply