fbpx

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীসহ দেশের প্রায় সব জেলাতে মোবাইলের দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। শুক্রবার ভোর পাঁচটা থেকে মোবাইলের ডাটা ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে। তবে ব্রডব্যান্ড এর কানেকশনে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এদিকে বুধবার থেকে কুমিল্লা জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। পরে চট্টগ্রাম, চাঁদপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলায়ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

Advertisement
Share.

Leave A Reply