fbpx

সাহিত্যিক হিলারি ম্যান্টেল আর নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রিটেনের খ্যাতনামা সাহিত্যিক হিলারি ম্যান্টেল আর নেই। শুক্রবার দুইবারের বুকার জয়ী এই সাহিত্যিকের মৃত্যু হয় বলে তার প্রকাশক ফোর্থ এস্টেট বুকসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক টুইট বার্তায় ফোর্থ এস্টেট বুকস জানায়, আমাদের প্রিয় লেখক, ডেম হিলারি ম্যান্টেলের মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। তার পরিবার পরিজন বিশেষ করে তার স্বামী গেরাল্ডের জন্য আমাদের সমবেদনা। তার মৃত্যু ভয়াবহ ক্ষতি। কর্মজীবনে তিনি আমাদের যা দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ।

হিলারি ম্যান্টেলই প্রথম ব্রিটিশ নারী সাহিত্যিক যিনি দু`বার বুকার পান। টিউডরদের রক্তাক্ত ইতিহাস নিয়ে তার প্রথম উপন্যাস `উলফ হল`এর জন্য ২০০৯ সালে তিনি প্রথমবার এই পুরস্কার পান।

ওই বইয়েরই পরের পর্ব `ব্রিং আপ বডিস`এর জন্য ২০১২ সালে ফের বুকার পুরস্কার পান তিনি।

Advertisement
Share.

Leave A Reply