fbpx

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আবদুলরাজাক গুরনাহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১ সাহিত্যে নোবেল পেয়েছেন ব্রিটিশ-তানজানিয়ান ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনাহ।

৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে রয়্যাল সুইডিশ একডেমি ১১৮তম নোবেলজয়ী লেখক হিসেবে তার নাম ঘোষণা করে।

১৯৪৮ সালে তানজানিয়ায় জন্মগ্রহণ করেন আবদুলরাজাক গুরনাহ। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে বেড়ে ওঠেন তিনি । ১৯৬০-এর দশকের শেষ দিকে শরণার্থী হয়ে ইংল্যান্ডে যান।

তিনি ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন। আবদুলরাজাক গুরনাহ সম্পর্কে সুইডিশ একাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

আবদুলরাজাক গুরনাহ শরণার্থীদের জীবন ও সেখানে তাদের সাংস্কৃতিক সংকট নিয়ে লিখেছেন।

Advertisement
Share.

Leave A Reply