fbpx

সিকিম কেঁপে উঠলো ভূমিকম্পে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। যার ফলে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে, রবিবার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে  ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

সপ্তাহ খানেক আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। ৭ দশমিক ৮ মাত্রার সেই কম্পনের পর আফটার শক হয় অন্তত ১০০ বার। এখন পর্যন্ত ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

 

Advertisement
Share.

Leave A Reply