fbpx

সিঙ্গাপুরের পথে বিমানের বিশেষ ফ্লাইট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইটটি ১০৬ যাত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে আজ ঢাকা ছেড়েছে।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সংবাদমাধ্যমকে জানান, সপ্তাহে তিনদিন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের এই বিশেষ ফ্লাইট চলবে। এই ফ্লাইটগুলোতে দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরাই যাবেন।

বিমানবন্দর ও বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, শনিবার থেকে শুরু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম দিনের বিশেষ আর্ন্তজাতিক ফ্লাইটের অর্ধেকই নানা জটিলতার কারণে বাতিল হয়েছিল। তবে, গত দু’দিনে ফ্লাইট বাতিলের আর কোন ঘটনা ঘটেনি। এমনকি গত তিনদিনে তিনগুণ বেড়েছে ফ্লাইটের সংখ্যা। আর সৌদি এয়ারলাইনস (সৌদিয়া) তাদের ফ্লাইট বাড়িয়েছে। এ তিনদিনে কাজে যোগ দিতে দেশ ছেড়েছেন কয়েক হাজার কর্মী।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঢাকা ছেড়ে প্রথমদিন বিশেষ ফ্লাইট গেছে ৪টি, দ্বিতীয় দিন গেছে ১২টি এবং তৃতীয় দিন গতকাল সোমবার গেছে ২০টি। আর গতকাল কিছু যাত্রী নিয়ে ১৯টি ফ্লাইট দেশে এসেছে।

সূত্র আরো জানায়, সোমবার প্রবাসীদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কর্মী বিদেশে নিজ কর্মস্থলে যাওয়ার সুযোগ পেয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply