fbpx

সিডনিতে বন্যা: বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রেলিয়ার সিডনিতে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

এই এলাকায় রাস্তাঘাট পানিবদ্ধ হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কেবল সিডনির পশ্চিমাঞ্চলেই ১‌৮টি স্থানে বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সামনে আরও সতর্কতা আসছে।

নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা মন্ত্রী স্টেফান কুক বলেন, ‘এটি জীবন ঝুঁকিতে পড়ার মত জরুরি অবস্থা’।

এই দুর্যোগের মধ্যে বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

গেল মার্চেই এই এলাকায় আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply