fbpx

সিয়াম-পরীর সিনেমা দেখতে প্রসেনজিৎ এর আহ্বান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হালের আলোচিত জুটি সিয়াম আহমেদ ও পরীমণি অভিনীত শিশুতোষ গল্পের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেয়েছে গত শুক্রবার(২০ জানুয়ারি)। তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত এ ছবিটি মুক্তির পর দর্শকমহলে প্রশংসিত হচ্ছে। জুয়েল এর নির্মাণের মুনশিয়ানা আর সিয়াম-পরীর অভিনয় মিলে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দুর্দান্ত বলছে দর্শকেরা।

ছবিটি মুক্তির আগে থেকেই প্রচারণায় মাঠে ছিলেন পরী। অন্যদিকে কলকাতায় অবস্থান করার কারণে সশরীরে থাকতে পারেননি সিয়াম। তবে কলকাতা থেকে সিয়াম সোমবার(২৩ জানুয়ারি) এক ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে দেখা যায়,  ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখতে আহ্বান জানাচ্ছেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এসময় তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে, যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেই গল্প নিয়ে ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।’

এ অভিনেতা আরও বলেন, ‘আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ। সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি দেখো। আমিও অপেক্ষায় থাগবো ছবিটি দেখার জন্য।’

মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘রাতুলের রাত, রাতুলের দিন’ থেকে আবু রায়হান জুয়েল নির্মাণ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের শিশুতোষ সিনেমা। সিনেমায় একটি গানও লিখেছেন জাফর ইকবাল। ২০ জানুয়ারি থেকে সরকার অনুদানে নির্মিত এ সিনেমাটি চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

Advertisement
Share.

Leave A Reply