fbpx

সিরাজগঞ্জের ৩টি রুটে ৪৫ কিমি যানজট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গবন্ধু সেতুর মহাসড়কসহ সিরাজগঞ্জের সবগুলো মহাসড়কে অন্তত ৪৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

১৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকেই  বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর হাটিকুমরুল-নাটোর রুটের নাঈমুড়ী ও হাটিকুমরুল-বগুড়া রুটের ভুইয়াগাঁতী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, গতরাত থেকেই এসব মহাসড়কে যানজট ছিল। মহাসড়কে যানজটের ফলে শহরের ভিরতও তার প্রভাব পড়েছে। এদিকে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

এই তীব্র যানজটের কারণ হিসেবে পুলিশ বলছে, নলকা সেতু ও এর দুই পাশে সংস্কার কাজ চলছে। ফলে একটি লেন বন্ধ থাকছে। এ কারণে দু’দিন ধরে যানজটের কবলে রয়েছে মহাসড়ক। তবে আজকের মধ্যেই নলকা সেতুর কাজ শেষ হবে। সংস্কার কাজ শেষ হলেই এ অচলাবস্থার অবসান ঘটবে।

Advertisement
Share.

Leave A Reply