fbpx

সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে টাইগারদের টিম কম্বিনেশন?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাড়ে পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে মোসাদ্দেক হোসেন সৈকতকে ডেব্যু ক্যাপ পরিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের অভিষেকের অপেক্ষায় সৈকত; এবারও পাশে আছেন রিয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে, সৈকত হতে যাচ্ছেন টি-টোয়েন্টিতে দেশের নবম অধিনায়ক।

নুরুল হাসান সোহানের জায়গায় দলে ডাক পাওয়া রিয়াদ অবধারিতভাবেই একাদশে থাকছেন। অধিনায়ক সৈকত এবং লিটন দাশের সঙ্গে শেখ মেহেদি-হাসান মাহমুদ এমনকি নাজমুল হোসেন শান্ত-আফিফ হোসেনের জায়গাও সুনিশ্চিত। শুধু মাত্র সুঁতোয় ঝুলে আছে মুনিম শাহরিয়ার এবং এনামুল হক বিজয়ের ভাগ্য, প্রথম দুই ম্যাচে দুজনেই যে ব্যর্থ। দুজনের একজন অন্তত বাদ পড়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে দলে আসতে যাচ্ছেন অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। এমনকি দুজনকেই বসিয়ে মেহেদী মিরাজকেও খেলিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

শেষ ম্যাচ থেকে বাদ পড়তে পারেন মুস্তাফিজুর রহমানও। প্রথম দুই ম্যাচে যে বোলিং করেছেন তাতে শেষ ম্যাচের একাদশে কেন রাখা হবে সেই প্রশ্নও অনেকে তুলতে পারেন। এদিকে বড়ভাইয়ের দেখানো পথেই যেন হাঁটছেন শরিফুল; ফিজের মতো শরিফুলও দেশের বাইরে রান বিলিয়েছেন উদার হাতে। দুজনের একজনকে বসিয়ে তাসকিনকে ফেরাতে পারে টিম ম্যানেজমেন্ট, পেইসাররা দুই ম্যাচেই ব্যর্থ হওয়ায় নাসুমকে হয়তো আরেকবার বাজিয়ে দেখতে পারে সৈকতের দল।

মঙ্গলবার হারারেতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হবে টিম টাইগার্স।

Advertisement
Share.

Leave A Reply