fbpx

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা, নিহত ৫৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৫৭ জন। তাদের মধ্যে ১৪ জন সিরিয়ো সেনা, ১৬ জন ইরাকি ও ১১ জন আফগানিস্তানের যোদ্ধা রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে  ৩৭ জন। সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর নিশ্চিত করেছে।

যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবার রাতভর দেইর আজ-জৌর ও আল-বুকামাল শহরে ১৮ বারেরও বেশি হামলা চালানো হয় হয়।

দেশটির ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্রের গুদামসহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা হয়।

যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিনিদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরিয়ায় এ হামলা চালিয়েছে ইসরাইল। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ইরানি অস্ত্র মজুত রাখা হতো। ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের পাইপলাইন হিসেবেও এই সব  স্থাপনা ব্যবহার হতো বলে দাবি করে ওয়াশিংটন।

তবে হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরাইলি বাহিনী। গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো হামলা চালায় ইসরাইল। এর আগে ৭ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানপন্থী তিন যোদ্ধা।

Advertisement
Share.

Leave A Reply