fbpx

সিলেটে বাড়ছে বন্যার পানি, ঘরবন্দী লাখো মানুষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। ফলে পানিতে ডুবে যাচ্ছে শহরের রাস্তাঘাট। পানির কারণে সিলেট সদরের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সঙ্গে প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সিলেট নগরের উপশহর, মাছিমপুর, সোবাহানীঘাট, কালীঘাট, ছড়ারপাড়, তালতলা, তেরোরতন, মেন্দিবাগ, তোপখানা, জামতলা, মণিপুরি রাজবাড়িসহ অন্তত ২০টি এলাকায় পানি এখন বিপদসীমার ওপরে বইছে। সুরমা নদীর পানি উপচে এসব এলাকার একাংশ প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী জীবন যাপন করছে। ভোগান্তির এখানেই শেষ নয়, পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতেও। অনেক জায়গায় চুলা–নলকূপও ডুবেছে।

সরেজমিনে দেখা গেছে, সিলেট শহরে পানিকে পাশ কাটিয়ে রাস্তা দিয়ে বাস, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশাসহ অন্যান্য যান চলাচল করছে। রাস্তা ও নালা-নর্দমা একাকার হয়ে যাওয়ায় অনেক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। এতে যান চলাচল সীমিত হয়ে গেছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসসহ জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনেরা। যানবাহন সংকটে তারা নোংরা পানির মধ্য দিয়েই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগী নগরবাসী জানান, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাড় উপচে সুরমা নদীর পার্শ্ববর্তী নগরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার পাশ দিয়ে সুরমা নদীর সঙ্গে সংযোগ স্থাপনকারী ছড়া (প্রাকৃতিক খাল) রয়েছে। নদীতে পানি বেশি থাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পানি এসব ছড়া দিয়েও নদীতে মিশতে পারছে না। এ অবস্থায় ছড়া ও নদীর তীরবর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগের দিনের তুলনায় পানি আজ কয়েক ইঞ্চি পরিমাণ বেড়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় নগরের খাল-ছড়াগুলো দিয়ে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না। নদীর পানি উপচে তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত না কমলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে আমরা পুরো বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি। পানিতে ভাসমান ময়লা-আবর্জনা অপসারণসহ প্লাবিত এলাকার অসুবিধাগুলো দূর করতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।’

Advertisement
Share.

Leave A Reply