fbpx

সিলেটে মণ্ডপে হামলাচেষ্টার মামলায় আসামি ২৫০, গ্রেপ্তার ১২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেট নগরীর হালদার পাড়ার একটি পূজামণ্ডপে হামলার ঘটনায় করা মামলায় ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই পূজামণ্ডপের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়।

গতকাল ১৭ অক্টোবর (রবিবার) অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পূজামণ্ডপে হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শনিবার ৪২ জনের নামে মামলা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী জামাল আহমদ। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করে মামলা করেন তিনি। ওই মামলায় পূজামণ্ডপে নিরাপত্তা কর্মী ও দ্বায়িত্বে থাকা পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

ওসি আরও জানান, মণ্ডপের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে গত শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মিছিল এনে দুর্গা পূজামণ্ডপে ইটপাটকেল ছোঁড়া হয়। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Advertisement
Share.

Leave A Reply