fbpx

সিলেটে সিজারে ছাগলের বাচ্চা প্রসব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের অপারেশন কক্ষে গতকাল (সিজার) অপারেশনের মাধ্যমে ছাগলের বাচ্চা প্রসব করানো হয়েছে।

সিকৃবির সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায় জানান, গত ১৩ নভেম্বর শনিবার সিলেট সদরের হাটখোলা এলাকায় ছাগলটির প্রসব ব্যথা ওঠে। কিন্তু অনেক চেষ্টা্র পরেও স্বাভাবিক প্রসব না হওয়ায় গতকাল রবিবার ছাগলটিকে (সিজার) অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়। বর্তামানে মা ছাগল ও বাচ্চা দুটি সুস্থ ও ভালো আছেন বলে জানান তিনি।

প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায় জানান, মাঝে মধ্যেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে সিজারের মাধ্যমে গরু ও ছাগলের বাচ্চা প্রসব করানো হয়। এছাড়া নানা জটিল রোগেরও চিকাৎসার ক্ষেত্রে এই হাসপাতালে অস্ত্রোপচার করা হয় বলেও জানান তিনি।

 

Advertisement
Share.

Leave A Reply