fbpx

সিলেটে ৩ নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেটে বন্যার আজ আট দিন হয়ে গেলেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নতুন করে সিলেটের বরাক, সুরমা ও কুশিয়ারা এই ৩ নদীর তীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে ভারতীয় পাহাড়ি ঢলের পানি।  সিলেট নগরসহ জেলার ১৩টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টির কারণেও প্লাবিত নতুন নতুন এলাকা।

এদিকে গতকাল ১৯ মে (বৃহস্পতিবার) রাতে বাঁধ ভেঙে ভারতের বরাক নদী থেকে পানি প্রবেশ করায় রাস্তা-ঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে আছেন সিলেটের লাখ লাখ মানুষ।

তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার দুপুর ১২টায় পানির স্তর পরিমাপে দেখা গেছে গত ২৪ ঘণ্টার তুলনায় সিলেটের প্রধান নদী সুরমা সিলেট সদর পয়েন্টে দশমিক ১২ সেন্টিমিটার পানি কমেছে। কিন্তু এখনও তা বিপৎসীমার ১১ দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে যা ছিল বিপৎসীমার ১১ দশমিক ২৭ সেন্টিমিটার।

সিলেটে কমপক্ষে ২০ লাখ মানুষ পানিবন্দি আছেন।

Advertisement
Share.

Leave A Reply