fbpx

সীসা ব্যাটারি হতে পারে মানবদেহের জন্য ভয়ংকর ক্ষতির কারণ: এসডো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশের দূষণ এড়াতে ব্যবহৃত লেড (সীসা) এসিড ব্যাটারি সঠিক উপায়ে ব্যবহারের পরামর্শ দিয়েছে পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)।

২৪ ফেব্রুয়ারি বুধবার রাজধানীতে এসডো ও ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল লেড অ্যাসোসিয়েশন আইএলএ এর যৌথ উদ্যোগে এক কর্মশালায় এই মন্তব্য করেন বিশেষজ্ঞরা।

এসডোর গবেষণায় দেখা গেছে, ব্যবহৃত লেড (সীসা) এসিড ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা এবং এর পুনর্ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে মানবদেহ ও পরিবেশের উপর মারাত্বক প্রভাব পড়বে।

এসডোর চেয়ারপার্সন সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, ‘বর্তমান সরকারের উচিত ব্যবহৃত সীসা দ্বারা তৈরি এ্যাসিড ব্যাটারির নিয়ে গুরুত্ব সহকারে কাজ করা। এ বিষয়ে সরকারকে সবরকম সহযোগীতা করতে এসডো প্রস্তুত আছে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান বলেন, ’স্বাস্থ্য সকল মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। যত্রতত্র সীসা ব্যাটারি পুনর্ব্যবহারের জন্য তৈরি করার সাথে যারা সরাসরি জড়িত, তারা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়া তৈরি কাজের আশপাশের এলাকার মানুষেরও হতে পারে জটিল রোগব্যাধী।‘

এসডো এর নির্বাহী পরিচালক ‍সিদ্দীকা সুলতানা জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে সীসার ক্ষতিকর প্রভাবের কোন মাত্রা নেই। তাই নিরাপদ এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ব্যবহৃত সীসা ব্যাটারি রিসাইক্লিং করতে হবে। এই ক্ষেত্রে শিশুশ্রম কমাতে হবে। কারণ সীসা শিশুদের মধ্যে নানারকম প্রতিবন্ধীতা তৈরি করতে পারে।‘

বাংলাদেশে ব্যবহৃত সীসা এ্যাসিড ব্যাটারির অব্যবস্থাপনা বন্ধ করতে এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে দশটি সুপারিশ উপস্থাপন করা হয় কর্মশালায়। যার মধ্যে ব্যাটারি পরিবহন, সংরক্ষণ, পুনর্ব্যবহারে সঠিক নিয়ম মানতে বাধ্যতকামূলক আইন করার পরামর্শ দেয়া হয়। এছাড়া ব্যবহৃত সীসা এসিড ব্যাটারির পরিবেশভিত্তিক সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কর্মশালায় উপস্থিত বক্তারা।

 

Advertisement
Share.

Leave A Reply