fbpx

সুগন্ধা নদীতে সেই জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও ৫ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ১২ নভেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে ‌‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চালক মারা গিয়েছিলেন। সেই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও পাঁচ জন মারা গেছেন। গতকাল ১৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর সকাল পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো।

এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

মৃতরা হলেন, শহিদ তালুকদার, মেহেদী হাসান, মো. রিপন, মো. রনি ও আশিকুর রহমান। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

প্রসঙ্গত গত ১২ নভেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে ‌‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এছাড়া দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জানা যায়,  ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement
Share.

Leave A Reply