fbpx

সুন্দরবনে আবারো আগুন, ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুন্দরবনের শরণখোলার দাসের বারানি এলাকায় এবার আগুন লাগার ঘটনা ঘটেছে । ৩ এপ্রিল সোমাবার ১২ টার দিকে এ আগুন লাগে । আগুন লাগার কারণ হিসেবে এখনো কিছু জানতে পারেনি বন বিভাগ।

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে আগুন লাগার কারণ ও বনের মধ্যে ঠিক কতোটা জায়গায় ক্ষয় ক্ষতি হয়েছে সে বিষয়ে জানাতে পারেননি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে বনরক্ষীরাও কাজ করছে। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য দেড় কিলোমিটার এলাক জুড়ে ফায়ার লাইন কেটেছে ফায়ার সার্ভিস।

গত ৮ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় চার শতক বনভূমি পুড়ে যায়।

Advertisement
Share.

Leave A Reply