fbpx

সুপ্রিমকোর্টে বিচারিক কার্যক্রম চলবে শারীরিক উপস্থিতিতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর বিচার কাজ শুরু হতে যাচ্ছে আগামী বুধবার (১ ডিসেম্বর)। স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে পরিচালিত হবে বিচারিক কার্যক্রম।

আজ সোমবার (২৯ নভেম্বর) সুপ্রিমকোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারকদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত দিয়েছেন বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি।

এর আগে, গত বছর মার্চে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘সাধারণ ছুটির’ সাথে মিল রেখে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ফলে, দেশের বিচার ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে, গত ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবার ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply