fbpx

সুরক্ষা অ্যাপে নিবন্ধন ৩ কোটি ছাড়াল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারি করোনাভাইরাসের টিকা নিতে ‘সুরক্ষা’ অ্যাপের ওয়েবসাইটে আজ ১২ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধন করেছেন দেশের ৩ কোটি ৪ লাখেরও বেশি মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি)।

গত ৭ আগস্ট থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিকে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ কম ছিল। তবে আইসিটি বিভাগ জানায় ৭ আগস্টের পর থেকে দৈনিক ৩০ লাখের মতো মানুষ এই অ্যাপে নিবন্ধন করতো। এখন দিনে প্রায় ১৫ লাখের মতো নিবন্ধন হচ্ছে টিকা সুরক্ষা অ্যাপে বলেও জানায় আইসিটি বিভাগ।

করোনার টিকা নিতে গত ২৬ জানুয়ারি দেশে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান কর্মসূচি। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত দেশে দুই কোটি ডোজের বেশি করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এ সংখ্যা মোট ২ কোটি ৮৯ হাজার ১০৭।

Advertisement
Share.

Leave A Reply