fbpx

সু চি’কে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের সামরিক জান্তার একটি আদালত সোমবার অং সান সু চি’কে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে। মামলার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এতে করে ক্ষমতাচ্যুত নেতার কারাবাসের সময়কাল ১৭ বছরে দাঁড়ালো। খবর এফপি’র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির গণতন্ত্রের সংক্ষিপ্ত সময়ের অবসান ঘটিয়ে গত বছরের ১ ফেব্রুয়ারি জেনারেলদের এক অভ্যুত্থানে তার সরকারের পতনের পর, সর্বশেষ ৭৭ বছর বয়সী সু চি’কে আটক করা হয়। এরপর থেকে তিনি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনী জালিয়াতি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সব ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে, তাকে কয়েক দশক জেলে থাকতে হবে।

মিডিয়ার সাথে কথা বলার অনুমোদন না থাকায়, নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, সু চিকে ‌’চারটি দুর্নীতিবিরোধী অভিযোগে ছয় বছরের কারাদণ্ড” দেওয়া হয়েছে। সূত্রটি আরো জানায়, তিনি সুস্বাস্থ্য নিয়ে উপস্থিত ছিলেন এবং তার সর্বশেষ সাজার পরে তিনি কোনো বিবৃতি দেননি। মন্তব্যের জন্য কোনো জান্তা মুখপাত্রের সাথে যোগাযোগ করা যায়নি। নোবেল বিজয়ী সু চি ইতোমধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি, কোভিড -১৯ নিয়ম লঙ্ঘন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গের জন্য ১১ বছরের কারাদণ্ডে দন্ডিত হয়েছেন।
সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত থাকা নিষিদ্ধ করা হয়েছে এবং সু চি’র আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতে নিষিদ্ধ রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply